রেডিমিক্স সয়েল ব্যবহার করলে আপনার বাগানে পরবর্তী ৬ মাস পর্যন্ত কোন ধরনের সার প্রয়োগ করতে হবে না। এছাড়াও মাটিতে বসবাসকারী উদ্ভিদের ক্ষতিকর জীবাণু যেমন- ছত্রাক, ব্যাকটেরিয়া ও নেমাটোডকে মারতে এই রেডিমিক্স সয়েল কার্যকরী ভূমিকা পালন করে। তাছাড়া পরিমিত পরিমানে সকল পুষ্টি উপাদান এ মাটিতে বিদ্যমান থাকার দরূন গাছের দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে।