🐚শামুক ঝিনুকের গুড়া।
শামুক ঝিনুকের গুড়ায় গাছের জন্য অবাক করার মত সব উপাদান রয়েছে।
গাছের খাদ্য ও সার -fertilizer শামুক ঝিনুকের গুড়া গাছের জন্য কি আর্শীবাদ তারই একটা ধারনা তুলে ধরা হল।
🐌 শামুক ঝিনুকের গুড়ার উপাদান :
ক্যালসিয়াম
ফসফরাস
এলকালয়েড।
সিলিলিয়াম
বোরন
জিংক
মিনারেল
ভিটামিন এবং অন্যান্য মাইক্রোনিউট্রিয়ান রয়েছে।
🐚 ক্যালসিয়াম সামগ্রী মাটির পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখে।
🐚নাইট্রেট গ্রহণের উন্নতি করে।
🐚এনজাইম গঠনে সহায়তা করে এবং গাছের কোষের প্রাচীরকে শক্তিশালী করে।
যে কোন ফসলি জমিতে শামুক ঝিনুকের গুড়ার উপস্থিতি যেন তুমুল শৈত্য প্রবাহে রোদের ছায়া।
🐌 শামুক ঝিনুকের গুড়া ব্যবহারঃ
🐚মাটি তৈরির সময় ১০” টবে সর্বোচ্চ ১ মুঠ শামুক ঝিনুকের গুড়া মেশাতে হবে।
এখন মাটি তৈরি হয়ে গেলে কিভাবে ব্যবহার করবেন :
🐚 ১০” টবে প্রথমে গাছের গোড়া থেকে ১.৫ ইন্ঞ্চি মাটি সরিয়ে ১ মুঠ পরিমান ঝিনুকের গুড়া দিতে হবে ।তারপর আবার মাটি দিয়ে চাপা দিয়ে পানি দিয়ে দিবেন।
এরপর গাছ তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান সংগ্রহ করবে।
শামুক ঝিনুকের গুড়ায় গাছের জন্য অবাক করার মত সব উপাদান রয়েছে।
গাছের খাদ্য ও সার -fertilizer শামুক ঝিনুকের গুড়া গাছের জন্য কি আর্শীবাদ তারই একটা ধারনা তুলে ধরা হল।
🐌 শামুক ঝিনুকের গুড়ার উপাদান :
ক্যালসিয়াম
ফসফরাস
এলকালয়েড।
সিলিলিয়াম
বোরন
জিংক
মিনারেল
ভিটামিন এবং অন্যান্য মাইক্রোনিউট্রিয়ান রয়েছে।
🐚 ক্যালসিয়াম সামগ্রী মাটির পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখে।
🐚নাইট্রেট গ্রহণের উন্নতি করে।
🐚এনজাইম গঠনে সহায়তা করে এবং গাছের কোষের প্রাচীরকে শক্তিশালী করে।
যে কোন ফসলি জমিতে শামুক ঝিনুকের গুড়ার উপস্থিতি যেন তুমুল শৈত্য প্রবাহে রোদের ছায়া।
🐌 শামুক ঝিনুকের গুড়া ব্যবহারঃ
🐚মাটি তৈরির সময় ১০” টবে সর্বোচ্চ ১ মুঠ শামুক ঝিনুকের গুড়া মেশাতে হবে।
এখন মাটি তৈরি হয়ে গেলে কিভাবে ব্যবহার করবেন :
🐚 ১০” টবে প্রথমে গাছের গোড়া থেকে ১.৫ ইন্ঞ্চি মাটি সরিয়ে ১ মুঠ পরিমান ঝিনুকের গুড়া দিতে হবে ।তারপর আবার মাটি দিয়ে চাপা দিয়ে পানি দিয়ে দিবেন।
এরপর গাছ তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান সংগ্রহ করবে।