- কমপোস্ট সার হিসাবে ডিমের খোসা সরাসরি মাটিতে ব্যবহার করা হয়।
- গাছে পোকার উপদ্রব বাড়লে, গাছের গোঁড়ায় ডিমের খোসা গুঁড়ো করে ছড়িয়ে দিলে ভালো উপকার পাওয়া যায়।
- ডিমের খোসায় থাকে ক্যালসিয়াম, যা গাছের স্বাস্থ্যও ভালো করবে।
- ডিমের খোসার গুঁড়া সরাসরি কুকুর ও পাখির খাবারে মিশিয়ে দিলে তা এসব প্রাণীর দাঁত, নখ, হাড়ের স্বাস্থ্য ভাল রাখে।